প্রকাশিত: Wed, Mar 6, 2024 10:29 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:29 PM

[১]ড. ইউনূসের বিরুদ্ধে মামলায় শ্রম আইনের অপপ্রয়োগের আশঙ্কা রয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

সালেহ্ বিপ্লব: [২] দূতাবাসের ফেসবুক পেইজে পিটার হাস আরও বলেন, ড. ইউনূস ও তার সহকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে দেশের শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলে আমরা উদ্বিগ্ন। 

[৩] সোমবার রাতে দূতাবাসে এক নৈশভোজের পর পিটার হাস এ মন্তব্য করেন। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সোমবার রাতে মার্কিন দূতাবাসে অপরচুনিটি ইন্টারন্যাশনালের চিফ টেকনোলজি অফিসার গ্রেগ নেলসনের সঙ্গে সাক্ষাত করেন। এ উপলক্ষ্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দূতাবাসে নৈশভোজের আয়োজন করেন।

[৪] নৈশভোজের ছবি প্রকাশ করে লিংকডইন পোস্টে মার্কিন রাষ্ট্রদূত হাস বলেন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস এবং নুরজাহান বেগমের সাথে বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে তাদের অসাধারণ কাজ সম্পর্কে কথা বলা একটি অবিশ্বাস্য সৌভাগ্যের বিষয় ছিল। তাদের অবদান উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এবং আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে। 

[৫] মার্কিন দূতাবাস জানায়, অপরচুনিটি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচির প্রচার ও বাস্তবায়ন করে থাকে।

[৬] দূতাবাস ও ইউনূস সেন্টার মঙ্গলবার জানিয়েছে, সাক্ষাৎকালে তারা গ্রামীণ এবং অপরচুনিটি ইন্টারন্যাশনালের স্বাস্থ্য কর্মসূচি এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

[৭] এ সময় উপস্থিত ছিলেন অ্যামি হাস, লরি নেলসন এবং গ্রামীণ শিক্ষার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম। সম্পাদনা: সমর চক্রবর্তী